ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র মো. কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হয়েছে। কাজল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
রোববার (১৭ নভেম্বর) গভীর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের (নিনস) সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবির হিমু বলেন, এইচডিইউতে তিন মাসের চিকিৎসায় ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলেও বাঁ হাত ও পা পুরোপুরি অচল হয়ে যায়। তার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। কাজল ভালোভাবে থাইল্যান্ড পৌঁছে গেছে। কাজলকে আইসিউতে রাখা হইছে।
তিনি আরও বলেন, মেডিকেল বোর্ড সোমবার বিকেল বা কাল বসে জানাবে কাজলের কি কি ট্রিটমেন্ট করতে হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ অগাস্ট ঢাকার যাত্রাবাড়ীতে মাথায় গুলিবিদ্ধ হন কাজল। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে (নিনস) নেওয়া হয়। এতদিন তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।