দৈনিক শিক্ষাডটকম, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর থানার ভেতরে এক ঘর থেকে অন্য ঘরে নেয়ার সময় দৌড়ে পালিয়ে গেছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। থানার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। থানার ভেতর থেকে আসামি সটকে পড়ার এমন ঘটনায় পুরো থানা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের শরাফত আলীর ছেলে রফিকুল। পৌর আওয়ামী লীগ নেতা নুরে আলম মোল্লার বাড়িতে গুলি এবং অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আসামি তিনি। এর আগে সন্দেহভাজন হিসেবে গত মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ।
এদিকে আসামি রফিকুল ইসলামকে খুঁজে না পেয়ে পুলিশ তার সন্তানসহ ৩ জনকে ধরে থানায় নিয়ে আসে।
রফিকুল ইসলামের স্বজনরা জানায়, গত বুধবার সন্দেহজনকভাবে বাড়ির পাশ থেকে রফিকুল ইসলামকে আটক করে নিয়ে যায় পুলিশ। থানায় স্বজনেরা দেখা করতে গেলেও তাদেরকে কথা বলতে দেয়নি পুলিশ। পরবর্তীকালে রাতে পুলিশ এসে খবর দেয় থানা থেকে পালিয়ে গেছে রফিকুল ইসলাম। তবে পরিবারের অভিযোগ থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কীভাবে একজন আসামি পালিয়ে যেতে পারে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহ জামান জানান, আসামি ধরা বা পালিয়ে যাওয়ার কোনো ঘটনা সম্পর্কে জানেন না তিনি।