দিনাজপুরের ঘোড়াঘাটের দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলটিতে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়।
সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় ক্যাম্পাসে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লায়লা আন্জুমান আরা নাইস, সহকারী শিক্ষক রওশন আরা বুলবুলি, মো. আবুল কালাম আখতার জামিল, মো. আনিছুর রহমান, সাবরিনা বেগম, নাজরিন আকতার, পপি রানী সাহা, সুপ্রিয়া কুন্ডু উম্মী, উম্মে হানী বিনতে আলী।
অনুষ্ঠানে বক্তরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন তৃতীয় শ্রেণির ছাত্রী মৃত্তিকা মোহন্ত মৌন, আরাধ্যা সাহাসহ অনেকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।