স্থগিত হওয়া দাখিলের দুই বিষয়ের পরীক্ষা আগামী শনিবার (২৭ মে) ও রোববার (২৮ মে) অনুষ্ঠিত হবে। দাখিলের স্থগিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আগামী ২৭ মে (শনিবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। আর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জেরে আজ বৃহস্পতিবারের (২৫ মে) দাখিলের উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত ঘোষণা করে তা আগামী রোববার (২৮ মে) অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ইতোমধ্যে স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ মে দাখিলের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছিলো মাদরাসা শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এর আগে গত ১৪ মের দাখিলের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোকার প্রভাবে তা স্থগিত করা হয়েছিলো।
মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত সূচিতে বলা হয়েছে, দাখিলের স্থগিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আগামী শনিবার (২৭ মে) অনুষ্ঠিত হবে। ২৫ মের দাখিলের স্থগিত উচ্চতর গণিত পরীক্ষা আগামী রোববার (২৮ মে) অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে।
মাদারাসা শিক্ষা বোর্ড আরো জানিয়েছে, দাখিলের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে অবশ্যই শেষ করতে হবে। ৫ জুনের মধ্যে প্রিন্ট কপি ও ব্যবহারিকের উত্তরপত্র ও অন্যান্য কাগজ বোর্ড জমা দিতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।