জাতীয়করণের দাবিতে অনড় মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকরা একটানা ১৫ দিন ধরে সড়কে অবস্থান নিয়েছেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস ছাড়া তারা রাজপথ ছাড়বেন না।
সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজারো শিক্ষক তাদের দাবি আদায়ে জমায়েত হয়েছেন। এ সময় তাদেরকে নানা স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষকরা বলছেন, তারা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন। কিন্তু সরকার নানা সময়ে প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তা পূরণ করেনি।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) হুঁশিয়ারি দিয়েছে শিক্ষকদের ক্লাসে ফিরে যাবার জন্য। মাউশি প্রতিদিনের অনুপস্থিত শিক্ষকের তালিকা তলব করেছে। এরপরও দাবি আদায়ে অনড় অবস্থানের কথা ব্যক্ত করেছেন শিক্ষকরা। আর শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, জাতীয়করণ আন্দোলন করে আদায় করার বিষয় নয়।
টানা কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় শিক্ষকরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয়করণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এলেই শ্রেণিকক্ষে ফিরে যাবেন তারা। স্কুলে স্কুলে অননুমোদিত অনুপস্থিত শিক্ষকদের তালিকা তৈরির কথা বলে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের টালবাহানা বন্ধ করারও দাবি জানান তারা।
জাতীয়করণের দাবিতে অংশগ্রহণকারী সংগঠনগুলোর সমন্বয়ে জাতীয়করণ সংগ্রাম পরিষদের নেতৃত্বে এই আন্দোলন করছেন শিক্ষকরা। এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া এবং সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন। এ সময় তারা প্রেস ক্লাবের রাস্তা বন্ধ করে অবস্থান নেন এবং জাতীয়করণের পক্ষে বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।
অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, ইতিমধ্যেই তাদের দাবিসমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পৌঁছে গেছে। এখন শুধু আমরা প্রধানমন্ত্রীর একটি ঘোষণার অপেক্ষায় আছি। তিনি আমাদের যৌক্তিক দাবির বিষয়টি বিবেচনা করে যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে শ্রেণিকক্ষে ফিরে যাবো।
শিক্ষার সব খবর সবারআগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।