ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শনিবার (৪ নভেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ শনিবার থেকে এ আদেশ কার্যকর হবে।
এদিকে শুক্রবার (৩ নভেম্বর) উপাচার্য হিসেবে মেয়াদ শেষ করেন অধ্যাপক আখতারুজ্জামান। এদিন সরকারি ছুটি থাকায় গত বৃহস্পতিবার (২ নভেম্বর) উপাচার্য হিসেবে তার শেষ কার্যদিবস ছিল। এদিন অ্যাকাডেমিক পরিষদের সভায় তাকে বিদায়ী শুভেচ্ছা সহকর্মীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ২০১৭ খ্রিষ্টাব্দের ৪ সেপ্টেম্বর সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আখতারুজ্জামান। ২০১৯ সালের ৩ নভেম্বর চার বছরের জন্য তাকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।এরপর গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে অধ্যাপক মাকসুদ কামালকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। ২০২০ সালের জুন মাস থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্বে ছিলেন।