দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনিসহ ওবায়দুল কাদের, ড.আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুল হক, আ ক ম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাধন চন্দ্র মজুমদার, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ফরহাদ হোসেন ফোন পেয়েছেন।
এছাড়া আসাদুজ্জামান কামাল, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, কুজেন্দ্র লাল ত্রিপুরাও নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।
এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ফোন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে জানানো হচ্ছে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে জারি করা হয় প্রজ্ঞাপন।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।