চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সির বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে ওই দুই কর্মকর্তাকে মারধরের পর ক্যাম্পাসে পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করার ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতা-কর্মীরা।
ছাত্রলীগের তিন নেতা গতকাল মঙ্গলবার দুপুরে প্রক্টরকে আলটিমেটাম দিয়ে একটি চিঠি দেন। চিঠি দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে পরিচিত।
চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক নাজিব হাসান রিসাস বলেন, ‘সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্যাস, বিদ্যুৎ ও পানি বন্ধ ছিল। এতে সবাই চরম ভোগান্তিতে পড়ে। তাই আমরা দোষীদের বিচার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রক্টরের কাছে চিঠি দিয়েছি। প্রক্টর বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।’
তবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার চিঠির বিষয়ে অবগত নন বলে জানান।
গত সোমবার টেন্ডার না পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবং চাঁদা না পেয়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে দফায় দফায় মারধরের অভিযোগ ওঠে রাজু মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ওই দিন রাতেই রাজু মুন্সির বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ আব্দুর রাজ্জাক।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে মারধরের ঘটনায় রাজু মুন্সি নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। আমরা তদন্ত করছি।’