মাদারীপুর জেলার রাজৈরে সৌরভ মাতুব্বর (১৮) ও নাঈম শেখ (১৮) নামে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ মার্চ) ইফতারের পর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সৌরভ সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জাকির মাতুব্বরের ছেলে একং নাঈম শেখ ওই এলাকার শাহাবুদ্দিন শেখের ছেলে। তারা উভয়ই মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, ইফতার শুরু হওয়ার আগে সৌরভ ও তার কয়েকজন বন্ধু বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় ঘুরতে যান। ইফতারের সময় হলে তারা ওই এলাকার একটি খোলা মাঠে ইফতার নিয়ে বসেন। এ সময় ওই এলাকার সিফাত বেপারী ও তার সহযোগীরা মাঠ থেকে সৌরভ ও তার বন্ধুদের চলে যেতে বলেন। সৌরভ ও তার বন্ধুরা ইফতার শেষ করে মাঠ ছাড়ার কথা বলেন। সন্ধ্যার পরে একপর্যায়ে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় সিফাত ও তার সহযোগীরা।
আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত সৌরভ ও তার বন্ধু নাঈমকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. ফয়জুর রহমান বলেন, ‘সৌরভের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তার অবস্থা শঙ্কা মুক্ত নয়। নাঈমের ঘাড়ে ছোট আঘাত রয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এখনো এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।