দৈনিকশিক্ষাডটকম ডেস্ক : পীরগঞ্জে নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী একাধিকবার শিক্ষার্থীদের মোবাইল ফোন নম্বর পরিবর্তন করে উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সেঁজুতি রানী ও প্রণতি রানীর উপবৃত্তির তালিকায় দেওয়া মোবাইল ফোন নম্বর পরিবর্তন করে অফিস সহকারী মোস্তাফিজুর রহমান ও তার দোকান কর্মচারী কাউসার আগের কয়েকবারের মতো ফের তাদের ফোন নম্বর ব্যবহার করে উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। ওই দুই শিক্ষার্থীর অভিভাবক নিখিল রাজবংশী ও শ্রীকান্ত রায় অভিযোগ করে বলেন, এ ঘটনায় ৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হলেও আজ পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি।
তারা আরও বলেন, উপবৃত্তির তালিকায় নাম থাকা সত্ত্বেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাচ্ছে না। অফিস সহকারী মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয় সংশ্লিষ্টরা মোবাইল ফোন নম্বর পরিবর্তন করে উপবৃত্তির টাকা আত্মসাৎ করছেন। এ বিষয়ে অফিস সহকারী মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি প্রধান শিক্ষক জানেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেশ চন্দ্র রায় ও ম্যানেজিং কমিটির সভাপতি আকিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।