জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৈদ্যুতিক ক্যাবল পরিবর্তনের জন্য দুই দিন বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি পোহাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করার কথা জানান তিনি।
হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওভারহেড লাইনের বৈদ্যুতিক ক্যাবল পরিবর্তনসহ অন্যান্য আনুষাঙ্গিক কাজের জন্য আগামী ২১ ও ২৮ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনের অংশের ক্যাবল পরিবর্তন করা হবে। এ প্রেক্ষিতে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। তবে জরুরি ভিত্তিতে কিছু কিছু স্থানে বিদ্যুতের ব্যবস্থা করা হবে।
তিনি জানান, বিদ্যুৎ বন্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে জেনারেটরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন ল্যাব কক্ষ, ইন্টারনেট সার্ভার রুমসহ কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। ক্যাম্পাসে বিদ্যুৎ বন্ধ থাকলেও হলে চালু থাকবে।
বর্ষাকালে অল্প বৃষ্টিতে এই ক্যাবলে আগুন ধরে যেতে দেখা যায়। এতে তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের পুরো বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যেত। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক কাজ করে।