দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বরিশাল ও খুলনা বিভাগের সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তথ্য সাত দিনের মধ্যে সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রোববার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, এইচআরএমআইএস বিষয়ক প্রশিক্ষণ খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট ভেন্যুতে (প্রস্তাবিত) অনুষ্ঠিত হবে। বরিশাল ও খুলনা বিভাগের সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচআরএমআইএস বিষয়ক প্রশিক্ষণে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন কর্মকর্তা-কর্মচারী (আইসিটি ফোকাল) অংশগ্রহণ করবেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য এইচআরএমআইএস সফটওয়্যারে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের এন্ট্রি করা তথ্য যাচাই-বাছাই করে সঠিকতা নিরূপণ এবং ডাটাবেজ চূড়ান্ত করার জন্য চেকলিস্ট (কপি সংযুক্ত) অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দ্রুত স্ব-স্ব প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে এবং অধিদপ্তরের চাহিদা মোতাবেক প্রশিক্ষণের দিন জমা দিতে বলা হয়েছে।
সব শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য এইচআরএমআইএস সফটওয়্যারের হালনাগাদ করে চেকলিস্ট অনুযায়ী কাগজপত্র আগামী সাত দিনের মধ্যে সংরক্ষণ করার জন্য বলা হয়েছে।