নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের পঞ্চম গার্ল গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ক্যাম্প শুরু হয়। সারা দিনের এ অনুষ্ঠানে উপজেলার ৫৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি দাখিল মাদরাসার দুই শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। মহাদেবপুর উপজেলা গার্ল গাইড অ্যাসোসিয়েশন এ ক্যাম্প আয়োজন করে।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বরণ করে আরম্ভ হয় মূল অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পটি শেষ হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, গার্ল গাইড অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের কমিশনার সিরাজুম মুনিরা, নওগাঁ জেলা কমিশনার নিলিমা আকতার, মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। গার্ল গাইড ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহাদেবপুর উপজেলা কমিশনার সেলিনা বানু। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গাইড শিক্ষক ও গার্ল গাইডরা উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।