রাজধানীর মৌচাকে মারিয়া আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থী প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। সে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী এবং ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রের পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে মৌচাকের ফরচুন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
আহত ওই পরীক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। তার সঙ্গে থাকা অ্যাডমিট কার্ডে দেখা যায়, বাবার নাম মো. জাহাঙ্গীর ও মায়ের নাম রাবেয়া বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা দিয়ে রিকশায় বাসায় ফিরছিলেন মারিয়া। ফরচুন টাওয়ারের সামনে এলে পিছন থেকে একটি প্রাইভেটকার তার রিকশাকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে যান। এ সময় তার শরীরের ওপর দিয়ে গাড়িটি চলে যায়।
এতে গুরুতর আহত হন তিনি। পরে দুর্ঘটনাস্থলে থাকা পথচারীরা তাকে পাশের খিদমাহ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ধাক্কা দেয়ার জেরে প্রাইভেটকার আটকে রেখে ভাঙচুর করা হয়েছে।