আমাদের বার্তা, পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের অর্থ আত্মসাত, অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগে উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে বিদ্যালয় পরিচালনা কমিটি সাময়িক বরখাস্ত করেছে। ইতিপূর্বে ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন তহবিলের বিধি-বহির্ভূত ব্যয় ও বিদ্যালয় পরিচালনায় ব্যাপক অনিয়ম করায় বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে সতর্ক করে। কিন্তু তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নানা বিশৃঙ্খলা ও অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।
জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়মের সত্যতার প্রমাণ পায়।
এ বিষয়ে বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, আমাকে বরখাস্তের বিষয়টি শুনেছি। এ বিষয়ে কোনো নোটিশ আমি এখনো পাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ কে এম ফরিদুজ্জামান জানান, দুর্নীতি ও বিদ্যালয় পরিচালনায় ব্যাপক অনিমের কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহারিচালক, শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দফতরে দেয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. আব্দুল হান্নান জানান, উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করে এক সহকারী শিক্ষকে দায়িত্ব দেয়ার একটি অনুলিপি তিনি পেয়েছেন।