নওগাঁর জেলার ধামইরহাটের বড়থা ডি আই ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলাম খোদাদাদকে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের দায়ে বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার গভর্নিং বডির সিদ্ধান্তে তাকে বরখাস্ত করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি শহিদুল ইসলাম। এ বরখাস্তের চিঠি সব দপ্তরে প্রেরণ করা হবে বলে জানান সভাপতি শহিদুল ইসলাম।
এ বিষয়ে গভর্নিং বডির সভাপতি শহিদুল ইসলাম দৈনিক আমাদের বার্তাকে বলেন, অধ্যক্ষ নুরুল ইসলাম খোদাদাদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্যসহ অনেক অভিযোগ রয়েছে। এর আগে অধ্যক্ষ জালিয়াতি মামলায় কারাগারেও গিয়েছিলেন। কিন্তু পরপর তাকে ৪ বার শোকজ করা হয়েছে মৌখিকভাবেও তাকে অনেকবার আমি বলেছি সংশোধন হওয়ার জন্য।
তিনি নিয়োগ দেয়ার কথা বলে অনেকের কাছে থেকে টাকা নিয়েছেন। এসব বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি ব্যবসার জন্য স্ট্যাম্পের ওপর লেখাপড়া করে টাকা নিয়েছি কিন্তু তদন্ত করে দেখা যায় তার কোনো ব্যবসা নেই।
মাদরাসায় চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে আমি মাদরাসা বোর্ডের ডিজি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিযোগও দিয়েছি এবং ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের চিঠি আজ রোববার সব দপ্তরে প্রেরণ করা হবে।
এ বিষয়ে ওই মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদ দৈনিক আমাদের বার্তাকে বলেন, অধ্যক্ষ নুরুল ইসলাম খোদাদাদের মিথ্যা আশ্বাসে অনেক পরিবার ধ্বংস হয়েছে। তিনি চাকরি দেয়ার কথা বলে প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ নুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেটা বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।