মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন এবং সহকারী পরিচালক সহকারী অধ্যাপক আবু রেজা আজাদকে ওএসডি করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ওএসডি করে আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। ওইদিন বিকালের মধ্যে অবমুক্ত না হলে ওইদিনই অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
আদেশে ইতিহাসের অধ্যাপক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেনের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়। একই আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাহকারী অধ্যাপক আবু রেজা আজাদের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি করা হয়।
ওএসডি শিক্ষা ক্যাডারের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, এমপিও দুর্নীতি ও উচ্চতর স্কেল প্রদানে দুর্নীতি ছাড়াও বিভিন্ন অভিযোগে রাজশাহী অঞ্চলের শিক্ষকরা গত ৮ নভেম্বর রাজশাহী শহরে সমাবেশ করেন। ওই সমাবেশ থেকে এই দুই কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।