লক্ষ্মীপুরে রড় দিয়ে পিটিয়ে ও কুপিয়ে শিক্ষক কেএম জহির উদ্দিনকে জখম করেছে দুর্বৃত্তরা। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ছৈয়দ আহাম্মেদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আহত শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত শিক্ষকের ছেলে মো. রুপম জানান, বৃহস্পতিবার সকালে তার বাবা কেএম জহির উদ্দিন গ্রামের বাড়িতে যান। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
এদিকে ঘটনার পর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা জানান, ‘শিক্ষক কেএম জহির উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারসহ বিচার দাবী করছি।’
সদর থানার ওসি মোসলে উদ্দিন জানান, প্রধান শিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।