অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন বলেছেন, দুর্গাপূজার ছুটি ৩দিন করতে সমস্যা নেই। একদিন ছুটি আসলে হয় না। আমরা ঘুরার সুযোগ পাবো। এ বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। এটি নিয়ে উপদেষ্টা পরিষদে শক্তভাবে সুপারিশ করার কথাও জানান তিনি।
সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন তিনি। এ সময় আলাপ হয় ১৫ আগস্ট ছুটি থাকবে কিনা তা নিয়ে। তিনি জানান, এ বিষয়েও কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়েও তিনি পরিষদের সাথে আলোচনা করবেন তিনি।
সরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসলে ধর্মভিত্তিক কোনো মারামারি হয় না। জমি সম্পদ দখল করার সুযোগ নেয় রাজনৈতিক নেতাকর্মীরা। তবে সেই সুযোগ আমরা দিবো না। এসব বিষয়ে শাহবাগে আন্দোলন করে কোনও লাভ নেই। এতে কোনো অর্জন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, সংখ্যালঘুদের সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে। সামনে জন্মাষ্টমী। এ সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে। যে ধরনের নিরাপত্তা দরকার সে ব্যবস্থাই করা হবে। এ বিষয়ে তৃতীয় পক্ষকে কোনো দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।