দৈনিক শিক্ষাডটকম, জবি: গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দেরি করে আসা পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।
শুক্রবার বেলা ১১টা ৫ মিনিটের পর ক্যাম্পাসের সব গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়। এই সময়ের পর আর কোনো পরীক্ষার্থীকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি।
বেলা ১১টায় শুরু হওয়া এক ঘণ্টার এই পরীক্ষা দিতে দেরি করে আসা শিক্ষার্থী সোহেল রানা বলেন, গুলিস্তান পর্যন্ত এসেছি তেমন যানজট ছিল না। কিন্তু গুলিস্তান থেকে এই পর্যন্ত আসতে আমার প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। আমার আসতে মাত্র ৫ মিনিট দেরি হয়েছে।
আমাকে প্রথমে প্রধান যে গেট রয়েছে সেখান থেকে ফিরেয়ে দেয়া হয়েছে, বলা হয়েছে পাশের গেটে যেতে। এখানে এসেও দেখি গেট বন্ধ। আমি আজকে পারলাম না পরীক্ষা দিতে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সেন্ট্রাল কমিটি থেকে নির্দেশনা দেয়া হয়েছিল ১১টার পর কাওকে যেন প্রবেশ করতে দেয়া না হয়। তাও আমরা ১১টা ৫ মিনিট পর্যন্ত প্রবেশ করিয়েছি। এরপর গেইট বন্ধ করে দেয়া হয়েছে।
কেন্দ্র পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম বলেন, এটা কোর কমিটির সিদ্ধান্ত ছিল। এর আগের ইউনিটগুলোর পরীক্ষার দিনে যদি কেউ দেরি করে প্রবেশ করে থাকে সেক্ষেত্রে তাদের পাশে রিপোর্টেড লেখা ছিল।
গত ২৮ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন আবেদনকারীর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাতে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৭৬০ জন।
এরপর গত ৩ মে প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৯৪ হাজার ৬৩১ জন শিক্ষার্থী। এবং উত্তীর্ণ হন ৩১ হাজার ৮১ জন।
আর 'সি' ইউনিটে আবেদন করেন ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন।