রাজনীতির নামে যারা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের থেকে দেশবাসী মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন ডা. দীপু মনি। তিনি বলেছেন, হত্যা, সন্ত্রাস ও অপরাজনীতি করা দলকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দেশবাসী নৌকাতেই ভোট দেবে। এই উৎসব আমেজের মধ্যে দিয়েই আগামী ৭ জানুয়ারি শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুর-৩ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, যারা সন্ত্রাস করে আগুনে পুড়িয়ে মানুষ মারে, নিশ্চয়ই তাদের জনগণ ভোট দিবে না। উন্নয়নের প্রতীক নৌকায়ই জনগণ ভোট দিবে। তাই এবারের নির্বাচনে মানুষের স্বতঃস্ফুর্ততা প্রমাণ করে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান প্রমুখ।
জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, বিএনএম, তরিকত ফেডারেশন, ইসলামী ফ্রন্টসহ অন্যান্য দলের প্রতিদ্বন্দ্বি ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।