দেশের প্রতিটি ইউনিয়নে একটি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়ন থেকে দুটি বিদ্যালয়ের তথ্য চাওয়া হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে। আগামী বৃহস্পতিবারের (১৯ অক্টোবর) মধ্যে প্রতিটি ইউনিয়নের দুইটি করে স্কুলের তথ্য পাঠাতে হবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বা ডিপিইওদের।
গত ১৪ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমানের সই করা অফিস আদেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে প্রতিটি ইউনিয়নের দুইটি করে প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চাওয়া হয়। আদেশটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
আদেশে বলা হয়, সারাদেশের প্রতিটি ইউনিয়নের একটি বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তর করার জন্য সরকার একটি প্রকল্প গ্রহণ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইউনিয়নের মধ্যে যে বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক বেশি, খেলার মাঠ ও জমির পরিমাণ বেশি, অবকাঠামো ভালো, যাতায়াত ব্যবস্থা ভালো এবং অন্যান্য সুবিধা ইত্যাদি বিবেচনা করে মডেল স্কুল হিসেবে রূপান্তরে বিদ্যালয় নির্বাচন করতে হবে। ভবিষ্যতে ওই মডেল বিদ্যালয়টি ইউনিয়নের কেন্দ্রীয় বিদ্যালয় হিসেবে বিদ্যালয় কেন্দ্রীক সব কার্যক্রমের হাব হিসেবে বিবেচিত হবে। মডেল বিদ্যালয় হিসেবে রূপান্তরে ওই স্কুলটিকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আওতাভুক্ত করা হবে।
মডেল স্কুল হিসেবে রূপান্তরে জেলার আওতাধীন প্রতিটি ইউনিয়ন থেকে দুইটি বিদ্যালয়ের তথ্য আগামী ১৯ অক্টোবরের মধ্যে ডাকযোগে হার্ডকপিতে ও সফটকপিতে ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।