দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম : দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান অতিথি চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি এমপি।
বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে নবনির্বাচিত এমপি সনিকে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন- সততা, নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূলভিত্তি হলো সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার গুরুত্ব সর্বাধিক।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মান্নান ও রিটনদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরি, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান, ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদেরর সভাপতি রতন চৌধুরী, মাওলানা কাজী মাহাতাব, মাওলানা আবুল কালাম আজাদ, কল্যাণ কান্তি বড়ুয়া, দীপ্তি রানী পাল প্রমুখ।