দোয়েল পাখির বুদ্ধি কম, মাথা গরম - দৈনিকশিক্ষা

দোয়েল পাখির বুদ্ধি কম, মাথা গরম

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দোয়েল পাখিদের বিভিন্ন সামাজিক যোগাযোগ খতিয়ে দেখেন গবেষকরা। যার মধ্যে রয়েছে, এরা কীভাবে সান্নিধ্য, বন্ধুত্বপূর্ণ আচরণ, আগ্রাসন ও কণ্ঠের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে।

মারমুখো বা আক্রমণাত্মক ম্যাগপাই বা দোয়েল পাখি কম বুদ্ধিমান হয় বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে।

‘দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (ইউডব্লিউএ)’-এর গবেষকরা উদ্ঘাটন করেছেন, যেসব দোয়েল নিজেদের দলের অন্যান্য সদস্যদের প্রতি মারমুখো বা আক্রমণাত্মক করে থাকে সে সব দোয়েল কম বুদ্ধিমান হয়।

‘ইউডব্লিউএ-এর স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস’-এর ড. লিজি স্পিচলির নেতৃত্বে এ গবেষণাটি বিজ্ঞান ও গবেষণাধর্মী জার্নাল ‘প্রসিডিংস অফ দ্য রয়্যাল সোসাইটি বি’-এ প্রকাশিত হয়েছে।

দোয়েলরা সাধারণত সামাজিকভাবে দলবদ্ধ হয়ে বাস করে। এ গবেষণা থেকে ইঙ্গিত মেলে, নিজেদের দলের সদস্যদের কাছে খারাপ হওয়া একেবারেই সুবিধাজনক নয়।

এ গবেষণায় বন্য ‘ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ম্যাগপাইস’ ও ‘জিমনোরহিনা টিবিসেন ডরসালিস’ প্রজাতির দোয়েল পাখিদের উপর নজর দেন গবেষকরা। পাশাপাশি এদের সামাজিক মিথস্ক্রিয়া ও দলের আকার কীভাবে এদের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে সেটিও পরীক্ষার আওতায় ছিল বলে প্রতিবেদনে লিখেছে নোরিজ।

দোয়েল পাখিদের বিভিন্ন সামাজিক যোগাযোগ খতিয়ে দেখেন গবেষকরা। যার মধ্যে রয়েছে, এরা কীভাবে সান্নিধ্য, বন্ধুত্বপূর্ণ আচরণ, আগ্রাসন ও কণ্ঠের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে।

গবেষকরা দোয়েল পাখিদের ১৮টি দল নিয়ে এ গবেষণাটি করেছেন। প্রতিটি দলে ৮০ থেকে ১২০টি দোয়েল ছিল।

দোয়েল পাখিদের বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য গবেষকরা রং-কোডেড ঢাকনাসহ একটি কাঠের গ্রিড ব্যবহার করেন।

আর ঢাকনাগুলোকে কাঠের গ্রিডের সঙ্গে এমনভাবে যুক্ত করা হয় যাতে একটি অংশ ঘুরে গেলেও অন্যটি ঘোরে না। ফলে পাখিদের ঠোকরানোর ফলে ঢাকনাগুলো দুলতে থাকে এবং এ সময় যদি দোয়েল পাখি সঠিক ঢাকনাটি ঠোকরায় তবে একে পুরস্কার হিসেবে খাবার দেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে পাখিদের নিজেদের পরিবেশ থেকে তথ্য শেখার ও মনে রাখার ক্ষমতা মেপেছেন গবেষকরা। 

“আমরা দেখেছি অনেক বড় দলে থাকা দোয়েল বিভিন্ন বিষয় শেখার কাজে আরও ভাল পারফর্ম করেছে। সামাজিক নেটওয়ার্কে একটি দোয়েল পাখির অবস্থান এদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে। যেসব দোয়েল পাখিদের আগ্রাসী মনোভাব কম ছিল এদের তুলনায় অন্য যেসব দোয়েল আক্রমণাত্মক মনোভাবের ছিল এদের নিজেদের দলের মধ্যে খারাপ হওয়ার প্রবণতা বেশি।”

এ গবেষণাটি ‘প্রয়োজনীয়তাই উদ্ভাবনের চাবিকাঠি’ এমন অনুমানকে সমর্থন করে। যা থেকে ইঙ্গিত মেলে, যেসব ব্যক্তিরা আগ্রাসনের মাধ্যমে সম্পদ একচেটিয়া করতে পারে না তারা নতুন সমস্যা সমাধানে আরও বেশি সময় ব্যয় করবে।

অন্যভাবে বললে, যদি একটি দোয়েল যা চায় তা না পেয়ে মারমুখো হয়ে ওঠে তবে একে সফল হওয়ার অন্যান্য আরও উপায় খুঁজে বের করতে হবে, যা দোয়েলকে আরও স্মার্ট করে তুলতে পারে।

“সামাজিক জটিলতা মাপার বেলায় অনেক সময়ই দলের আকারকে বিবেচনা করা হয়। তবে, সবসময় এটি দলের সদস্যদের মধ্যে বোঝাপড়ার নানা ধরনকে তুলে ধরতে পারে না। আমাদের গবেষণায় দেখা মেলে, দোয়েল যেভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তা এদের বুদ্ধিমত্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,” বলেছেন ড. স্পিচলি।

এ গবেষণায় উঠে আসে, কোনো দলে থেকে আক্রমণাত্মক হওয়া দোয়েল পাখিদের জন্য সুবিধাজনক নয়। এর পরিবর্তে, যেসব দোয়েল সাহসিকতার সঙ্গে আক্রমণের মুখোমুখি হয় এদের সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের সম্ভাবনাও বেশি থাকে।

কীভাবে সামাজিক সম্পর্ক প্রাণীদের মধ্যে বুদ্ধিমত্তার বিবর্তন ঘটাতে পারে সে সম্পর্কেও নতুন ধারণা দেয় এ গবেষণা।

চট্টগ্রামে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ - dainik shiksha চট্টগ্রামে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ ঢামেকে একজনের মৃত্যু - dainik shiksha ঢামেকে একজনের মৃত্যু জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ৪ - dainik shiksha জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ৪ বেরোবিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০০ - dainik shiksha বেরোবিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০০ শহীদ মিনার এলাকায় অধ্যাপককে মারধর - dainik shiksha শহীদ মিনার এলাকায় অধ্যাপককে মারধর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী - dainik shiksha মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের - dainik shiksha সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য - dainik shiksha সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো - dainik shiksha যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ - dainik shiksha সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0033540725708008