কলেজ থেকে ২০০৫ খ্রিষ্টাব্দে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। প্রতিষ্ঠার ১৭ বছরে প্রতিষ্ঠানটি সমাবর্তন পেয়েছে একবার। ২০২০ খ্রিষ্টাব্দে হয় ওই সমাবর্তনটি।
জানা গেছে, প্রথম সমাবর্তন পেতে প্রায় ১৪ বছর লাগলেও দ্বিতীয় সমাবর্তন পেতে খুব বেশি দেরি করতে হবে না গ্রাজুয়েট শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২০১৭-১৮ সেশনের স্নাতক পর্ব শেষ হয়েছে। সে হিসেবে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডিধারী প্রায় ১০ হাজার শিক্ষার্থী এ সময় সমাবর্তনের জন্য উপযুক্ত।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ২০১৩-১৪ সেশনের আংশিক শিক্ষার্থীসহ পূর্বের সেশনের প্রায় ১৯ হাজার শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণ করেন। সেবার পুরান ঢাকার ধূপখোলা মাঠে রাষ্ট্রপতি আবদুল হামিদের উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিতি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নিরাপত্তার একটা বিষয় রয়েছে। আমরা রাষ্ট্রপতির শিডিউল চেয়েছি। সেটা পেলেই খুব দ্রুত সময়ে সমাবর্তনের আয়োজন করব।