ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এবং বিস্তরণ-২০২২ বাস্তবায়ন এক বিশাল চ্যালেঞ্জ। ২০২৩ খ্রিষ্টাব্দে সারা দেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এই কারিকুলাম প্রয়োগ করে বিভিন্ন সূচকের মাধ্যমে বাস্তবতার আলোকে দক্ষতা অর্জনের জন্য শিখন শিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে বার্ষিক মূল্যায়ন চলমান। এ বছর খণ্ডকালীন, এমপি ও, এমপিও বিহীন সকল শিক্ষককে প্রশিক্ষণের আওয়াতায় আনায় প্রশাসনিক মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আগামী ১ ডিসেম্বর থেকে অষ্টম ও নবম শ্রেণির জন্য নতুন কারিকুলামের ওপর উপজেলার সকল শিক্ষকের প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। অন্যদিকে, বার্ষিক পরীক্ষার ফলাফল, মূল্যায়ন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষণ-সবকিছু মিলিয়ে শিক্ষকদের দিন কাটবে ব্যস্ততার মধ্য দিয়ে।
তৃণমূল পর্যায়ে বাস্তবায়নই কারিকুলামের মূল উদ্দেশ্য। এটা কারো অজানা থাকার কথা নয় যে সহকারী প্রধান শিক্ষকরা ও বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। তাই উপজেলা প্রশিক্ষকে সহকারী প্রধান শিক্ষকদের রাখাটা অত্যন্ত যৌক্তিক ছিলো না কি? তাহলে আমরা শ্রেণি কার্যক্রম চালাব কীভাবে? তা ছাড়া একজন সহকারী প্রধান শিক্ষক পাঠদান তদারকিও করে থাকেন।
সম্মানিত প্রধান শিক্ষকদের অবশ্যই কারিকুলাম সংক্রান্ত বিশদ জানা আবশ্যক। এই ক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, একাডেমিক সুপারভাইজারদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়ভিত্তিক ও প্রশাসনিক প্রশিক্ষণ দেয়া খুব জরুরি। নতুবা সার্বিক তদারকিতে বিঘ্ন ঘটতে পারে।
লেখক: সহকারী প্রধান শিক্ষক, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মনবাড়িয়া
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।