বাজেটে কর ন্যায্যতা বৃদ্ধির জন্য উপাসনালয়সহ বিশেষ কিছু প্রতিষ্ঠানের গাড়ির অগ্রিম কর পরিশোধ হতে অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২৪-২৫ অর্থবছরে কর ন্যায্যতা বৃদ্ধির জন্য প্রস্তাবের তালিকায় বিশেষ কিছু প্রতিষ্ঠান যেমন এতিমখানা, অনাথ আশ্রম ও ধর্মীয় উপাসনালয়ের গাড়ির অগ্রিম কর পরিশোধ হতে অব্যাহতি প্রদান করার প্রস্তাব করা হয়েছে।
এ সময় কর ন্যায্যতা বৃদ্ধির জন্যে আরও প্রস্তাব করা হয়- উত্তরাধিকার, উইল, অছিয়ত এবং অবাতিলযোগ্য কোনো ট্রাস্টমূলে কোনো পরিসম্পদ অর্জিত হলে তা সুস্পষ্টভাবে করমুক্ত করা, এনজিওবিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত যেকোনো দান বা অনুদান করমুক্ত করা, কোনো দাতব্য ট্রাস্টের সুবিধাভোগী বা তহবিলের অংশগ্রহণকারী কর্তৃক ট্রাস্ট বা তহবিলের আয়ের অংশ হইতে প্রাপ্ত আয়ের অংশ (দান বা অনুদান ব্যতীত) যার উপর উক্ত ট্রাস্ট বা তহবিল কর্তৃক কর পরিশোধ করা হয়েছে, তা করমুক্ত করা।
এর আগে প্রস্তাবিত বাজেট অনুমোদনে দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।