দৈনিকশিক্ষাডটকম, কুড়িগ্রাম : কুড়িগ্রামে পরিচিতজনকে দেয়া ধারের টাকা ফেরত পেতে হালখাতার আয়োজন করেছেন এক শিক্ষক। এমন ব্যতিক্রমী একটি হালখাতা পত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে হাস্যরসের সৃষ্টি হয়। আগামী ১২ জানুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের একটি হোটেল এ হালখাতা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার এএমএ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল। প্রায় চার বছর ধরে তার পরিচিত বন্ধু-বান্ধবদের প্রায় চার লাখ টাকা ধার দেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও পাওনা টাকা তুলতে ব্যর্থ হন তিনি। ফলে নিরুপায় হয়ে টাকা তুলতে হালখাতার আয়োজন করেন।
হালখাতার চিঠিতে তিনি বলেন, সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, আপনাকে টাকা হাওলাত দিতে পারায় আমি আনন্দিত, সেই লক্ষ্যে আগামী ১২ জানুয়ারি ২০২৪ ইং তারিখে হালখাতার আয়োজন করা হয়েছে। অনুগ্রহ করে হালখাতায় উপস্থিত হয়ে ঋণ মুক্ত থাকুন।
এ বিষয়ে আব্দুল আউয়াল বলেন, চার বছর ধরে পরিচিত প্রায় ৩০ থেকে ৩৫ জন আমার থেকে ৪ লাখ টাকা ধার নিয়েছিলেন। যা সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার ১০০ টাকা। দীর্ঘদিন চেয়েও তাদের কাছ থেকে ধার দেয়া টাকা তুলতে পারিনি। পরে এক বন্ধুসহ পরামর্শ করে টাকা তোলার পরিকল্পনা করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক চিঠি পাওয়া কয়েকজন বলেন, আমরা হালখাতার চিঠি পেয়ে প্রথমে হতভম্ব হলেও পরে বুঝতে পেরেছি, ধারের টাকা ফেরত দিতে দেরি হয়েছে। আশা করছি, হালখাতায় তার টাকা পরিশোধ করে দেবো।