নওগাঁর পত্নীতলা উপজেলার আলোচিত কলেজছাত্র সুমন হোসাইন (২৩) হত্যা মামলার মূল আসামি বুলবুলকে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। নিহত সুমন নজিপুর সরকারি কলেজের অনার্স ৪ বর্ষের ছাত্র ও নজিপুর মসজিদ মার্কেটের কম্পিউটার অপারেটর ছিলেন।
এর আগে খুনের ঘটনায় সুমন হোসাইনের বোন মৌসুমি আক্তার বাদী হয়ে ওই দিন রাতে গাহন গ্রামের আব্দুল করিমের ছেলে বুলবুল ইসলামসহ (৩৫) অজ্ঞাত আরো ৯-১০ জনকে আসামি করে পত্নীতলা থানায় মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, আলোচিত সুমন হত্যার মূল আসামি বুলবুল হোসেন সুমন হোসেন হত্যার পরে পালিয়ে যায়। পোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সে পালিয়ে গিয়ে ঢাকায় অবস্থান করছে। পরবর্তীতে ঢাকার গাজীপুর কোনাবাড়ী এলাকায় একটি বাসা থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ দিকে অভিযান চালিয়ে বুলবুলকে আটক করা হয়।
বুলবুল হোসেনকে বৃহস্পতিবার আদালতের কাছে সোপর্দ করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড চাওয়া হয়েছে। আসামি বুলবুলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে আলোচিত চাঞ্চল্যকর সুমন হোসেন হত্যার মূল কারণ।