দৈনিক শিক্ষাডটকম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ১৯৭২ খ্রিষ্টাব্দের সংবিধানের মূলনীতির আদলে দেশের প্রথম ভাস্কর্য-স্থাপনা ‘ধ্রুব ৭২’ নির্মাণ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে সামাজিকবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে অব্যবহৃত চারটি পিলারে ভাস্কর্যটির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। সংবিধানের চার মূলনীতি- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফুটে উঠবে ভাস্কর্যের চারটি পিলারে।
এ বিষয়ে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, অনুষদ ভবনের সামনের চারটি পিলার অনেকদিন ধরেই শূন্য পড়ে ছিল। উপাচার্য ড. সৌমিত্র শেখর তাঁর নিজস্ব চিন্তা ও পরিকল্পনার মধ্যে দিয়ে চারটি পিলারকে এই ভাস্কর্যে রূপদান করলেন। বাহাত্তরের সংবিধানকে ধারণ করে তিনি যে ‘ধ্রুব ৭২’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সেটি অনন্য সাধারণ। নিশ্চয়ই এটি ‘সংবিধান আঙিনা’ হিসেবে পরিচিতি পাবে।
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ’৭২-এর সংবিধানকেন্দ্রিক কোনো স্থাপনা বা ভাস্কর্য কোথাও আছে কি-না জানি না। এ বছর বিজয় দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হবে ‘ধ্রুব ৭২’। এ ভাস্কর্য সবসময় আগামী প্রজন্মকে আমাদের বাহাত্তরের সংবিধানের অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করিয়ে দেবে।