২০১৫ খ্রিষ্টাব্দ থেকে কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে ভর্তি করানো হয়। তবে চার্চ পরিচালিত হলিক্রস, সেন্ট যোসেফ এবং নটর ডেম কলেজ চলতি বছরেও নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে। পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করবে প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে আদালতের আদেশ রয়েছে।
জানা গেছে, প্রতি বছরের মতো এবারো এ তিন কলেজ নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়ে নতুন শিক্ষার্থী ভর্তি করাবে।
জানতে চাইলে নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে প্রতি বছর আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র নির্বাচিত করি। এবারো একই পদ্ধতিতে ভর্তি করানো হবে।
তবে চার্চ পরিচালিত কলেজগুলো ছাড়া অন্যান্য কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন নিয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে। আগামী ১০ আগস্ট কেন্দ্রীয়ভাবে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। এবারও একাদশে ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণের চিন্তা-ভাবনা চলছে। প্রথমধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সর্বশেষ তৃতীয় ধাপে শিক্ষার্থীদের ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ দেয়া হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হবে। আর একাদশে ক্লাস শুরু হতে পারে ৮ অক্টোবর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।