দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : নতুন শিক্ষাক্রম নিয়ে আগামী শুক্রবার দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। এদিন রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ সেমিনার চলবে। বৃহস্পতিবার শিক্ষক সংগঠনটির নেতারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সেমিনারে প্রধান অতিথি উপস্থিত হিসেবে থাকবেন। এছাড়া দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী ও জাতীয় নেতারা সেমিনারে বক্তব্য দেবেন বলে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষক সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান সেমিনারে সভাপতিত্ব করবেন।
শিক্ষক নেতারা জানান, শুক্রবারের সেমিনার সফল করতে গতকাল বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি এ বি এম জাকারিয়া, সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, নেসার উদ্দিন, সাংগঠনিক খুলনা বিভাগের সম্পাদক জাহিদ তিতুমীর, প্রশিক্ষণ সম্পাদক মহসিন ভুইঞাসহ অনেকে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।