বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে অনেক অপপ্রচার হচ্ছে। আশা করছি নতুন শিক্ষাক্রমের মাধ্যমে মুখস্থবিদ্যা থেকে বের হতে পারবো।
বুধবার সন্ধ্যায় নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন অ্যাপ নৈপুণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রাজধানীর সোনারগাঁ হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থী ভাষাগত দক্ষতার ঘাটতি আছে। বিশেষ করে বাংলা ভাষায় আমাদের দক্ষতার ঘাটতি আছে। শিক্ষার্থীরা নিজের মাতৃভাষা ঠিকভাবে বলতে বা ব্যবহার করতে পারছে না। আশা করবো নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা ভাষায় দক্ষ হয়ে উঠবেন। তাদের আর ‘কিন্তু’, ‘এমন’ এ ধরনের শব্দের ওপর ভর করে বাংলা বলতে হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, সংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, বিশিষ্ট সাংবাদিক সুভাষ সিংহ রায়, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান,
অনুষ্ঠানের শুরুতে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে বাটন টিপে শিক্ষার্থীদের মূল্যায়ন অ্যাপ নৈপুণ্যের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।