দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও রিপোর্ট কার্ড প্রস্তুতের অ্যাপ আগামীকাল শনিবার (২০ জানুয়ারি) পর্যন্ত বন্ধ থাকবে। অ্যাপটি উন্নয়নের কাজ চলছে। তাই শনিবার পর্যন্ত অ্যাপটিতে কোনো তথ্য আপলোড দিতে পারবেন না শিক্ষকরা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি-বেসরকারি হাইস্কুলগুলোকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে।
সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুযায়ী ২০২৩ শিক্ষবর্ষ থেকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নৈপূণ্য অ্যাপসের মাধ্যমে মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৪ শিক্ষাবর্ষের মূল্যায়ন কার্যক্রম চালু করার লক্ষ্যে অ্যাপটির উন্নয়ন কাজ চলছে। এ কারণে নৈপুণ্য অ্যাপটি আগামী ২০ জানুয়ারি (শনিবার) ২০২৪ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তাইএ সময় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নৈপুণ্য অ্যাপে কোনো তথ্য আপলোড বা এন্ট্রি দেয়া যাবে না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।