নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা আগামী ২৯ অক্টোবর স্কুলে স্কুলে পাঠাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সে নির্দেশনা মোতাবেক এ দুই শ্রেণির শিক্ষার্থীদের সব বিষয়ে ওই মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী মূল্যায়ন পরিচালনা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এ নির্দেশনাতে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ডের ফরমেট এবং পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে। পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ও পারদর্শিতার সমন্বিত ফল বিবেচনা করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর। আর আগামী ২ নভেম্বর অভিভাবক সমাবেশ করে সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে জানানো হবে।
সব সরকারি ও বেসরকারি স্কুলের প্রধানকে এসব তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ইতোমধ্যে আদেশ জারি করা হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আদেশটি প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এসব নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
ওই আদেশে বলা হয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা ২৯ অক্টোবর (রোববার) সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে। নির্দেশনা মোতাবেক সব বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে। বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ডের ফরমেট এবং পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে। পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং নির্ধারিত সংখ্যক বিষয়ে পারদর্শিতার সমন্বিত ফল বিবেচনা করা হবে। রিপোর্ট কার্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের পারদর্শিতার বিস্তারিত বিবরণ উল্লেখ থাকবে।
অধিদপ্তর আরো বলেছে, বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোর পরে ২ নভেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে অভিভাবক সমাবেশ করে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করতে হবে। অভিভাবক সমাবেশের তথ্য ও ছবি থানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে। এনসিটিবির এ নির্দেশনাগুলো যথাযথ প্রতিপালন করার জন্য স্কুলগুলোকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।