নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার তিনি খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ভেন্যুতে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ, উপ-পরিচালক (মাধ্যমিক) এ এস এম আব্দুল খালেক, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. বদিউজজামান, এডিসি শিক্ষাও আইসিটি মুকুল মৈত্র, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুমানাই ইয়াসমিনসহ অনেকে।
শিক্ষামন্ত্রী জীবন-জীবিকা ও বাংলা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলা বিষয়ের মাস্টার ট্রেইনার ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. ওমর ফারুক, জীবন জীবিকার মাস্টার ট্রেইনার শেখ ফরিদ উদ্দিন, আজিজা খানম এলিজা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।