নতুন শিক্ষাক্রমকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে তা প্রণয়নের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। একইসঙ্গে নতুন পাঠ্যক্রম বাতিল ও শিক্ষাক্রমে ২৩ দফা সংস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এসব দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তরা বলেন, নতুন পাঠ্যক্রমকে বিতর্কিত অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানান। তারা বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশের শিক্ষা সিলেবাসে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এমন শিক্ষা দেয়া হচ্ছে নতুন পাঠ্যক্রমে। ডারউইনের নাস্তিক্যবাদী মতবাদের মাধ্যমে নতুন প্রজন্মকে নাস্তিক বানাবার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে এর মাধ্যমে।
তাই সংগঠনের নেতা-কর্মীরা নতুন পাঠ্যক্রম বাতিল করে তা প্রণয়নের সঙ্গে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানান। একইসঙ্গে শিক্ষাক্রমে ২৩ সংস্কারের দাবি তুলে ধরেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।