নতুন শিক্ষক্রম বাস্তবায়নে সব স্কুলে ইন হাউস প্রশিক্ষণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নতুন শিক্ষাক্রমের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পাওয়া শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে প্রতিষ্ঠান প্রধানদের এ প্রশিক্ষণের আয়োজন করতে হবে। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সব সরকারি-বেসরকারি স্কুলে নতুন শিক্ষাক্রমের ইন হাউস প্রশিক্ষণ শেষ করতে বলেছে অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে সব সরকারি বেসরকারি স্কুলের প্রধানকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার চিঠিটি প্রকাশ করেছে অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রশিক্ষণের অংশগ্রহণবারী বিষয়ভিত্তিক শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে নিজ প্রতিষ্ঠানে ইন হাউস প্রশিক্ষণ আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেয়া হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।