দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নন-ক্যাডার নিয়োগের (বিশেষ) সংশোধিত বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১৪ জুন) বিকেলে রাজধানীর বিজি প্রেস থেকে এটি গেজেট আকারে প্রকাশিত হয়।
এর মধ্যে দিয়ে ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডারে চাকরিপ্রার্থীদের অপেক্ষা শেষ হল। এর আগে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে গতবছর। এক বছর পার হলেও এই বিধিমালার জন্য আটকে ছিল নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ।
জানা গেছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সংশোধিত বিধিমালা যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখান থেকে গতকাল মঙ্গলবার (১৩ জুন) বিধিমালা পাঠানো হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে। সেখান থেকে আজ দুপুরে বিধিমালা পাঠানো হয় বিজি প্রেসে। পরে বিকেলে ৪টার দিকে এই বিধিমালাটি গেজেট আকারে অনলাইনে আপলোড করা হবে।
জানা যায়, ৪০তম বিসিএসের নন-ক্যাডারের তালিকায় আছেন উত্তীর্ণ ৮ হাজার ১৬৬ জন চাকরিপ্রার্থী। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিধিসংক্রান্ত জটিলতায় নন-ক্যাডারদের নিয়োগের সুপারিশের তালিকা প্রকাশ করা হয়নি।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩০ মার্চ এই বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এরপর নেওয়া হয় নন-ক্যাডার পদে নিয়োগের আবেদন। কিন্তু বিধিসংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল এ নিয়োগ। পিএসসি (সরকারি কর্মকমিশন) থেকে বলা হয়েছিল, সরকার বিধি পাস করলেই নিয়োগ দেওয়া হবে।
এ বিষয়ে সম্প্রতি পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছিলেন, “নিয়োগ প্রক্রিয়ায় দেরি হওয়ায় কিছুটা ভোগান্তি হলেও এতে প্রার্থীদের লাভ বেশি। কেননা নিয়োগে দেরি হওয়ায় এক হাজার পদ যুক্ত হয়েছে। সব মিলিয়ে ৪০তম বিসিএস থেকে নন-ক্যাডারে চার হাজারের বেশি প্রার্থী নিয়োগ পাবেন।”