ঝালকাঠির নলছিটিতে পুড়িয়ে দেয়া মুক্তিযোদ্ধা সংসদ অফিস সংস্কার করে দিয়েছেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে ভবনের ভেতরে পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নতুন করে সংস্কার করে দেন তারা। এছাড়াও ভবনের সামনে ও ভেতরে রং করে ভবনটিতে মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। পুড়ে যাওয়া ভবনটি দেখতে আসেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী বাকে আলীসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধারা। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন খান।
প্রসঙ্গত, শেখ হাসিনার পতনের পরে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের আগুন দিয়ে পুড়িয়ে দেয় হয়।