ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ টাকা করে মোট ৩৪ লাখ টাকা উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলার বনুড়া, কপালহর, তশরা, মোয়াজ্জেমপুর, দাতারাটিয়া, হেমগঞ্জ বাজার, হালিউড়া (পূর্ব), হালিউড়া (পশ্চিম), দেওয়ানগঞ্জ, রাজাপুর, নাগপুর হাটশিরা, কয়ারপুর খারুয়া, বীর ঘোষপালা রেজি. সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটি (দক্ষিণ পাড়া), দক্ষিণ জাহাঙ্গীরপুর ও গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিশেষ বরাদ্দ দেয়া হয়।
এ ছাড়া ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র অনুপাতে স্লিপ খাতে ৫০ হাজার থেকে ৮৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একই সঙ্গে ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস ব্লক ১টি ১০ হাজার ২টি থাকলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক খাতে ১০ হাজার টাকা এবং রুটিন মেনটেইন খাতে ৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। ৭টি বিদ্যালয় হচ্ছে চারআনিপাড়া, রসুলপুর উত্তর, বালিয়াপাড়া, কাঠলিপাড়া, নান্দাইল, পূর্ব শিবনগর ও আল আজহার সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
এতে করে ১৭৮টি প্রাথমিক বিদ্যালয় স্লিপ খাতে ১ কোটি ১৬ লাখ, মেরামত খাতে (১৭টি স্কুল) ৩৪ লাখ, ওয়াস ব্লক স্কুর ৯ লাখ ১০ হাজার এবং রুটিন ম্যানেটেইন খাতে (৭টি বিদ্যালয়) ৪০ হাজার টাকা করে ২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিসার জানিয়েছেন।
উল্লিখিত বরাদ্দ থেকে ১০ শতাংশ ভ্যাট ও সাড়ে ৪ শতাংশ আয়কর কর্তন হয়ে সরকারি ফান্ডে জমা হবে। বাকি অর্থ দিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোর খাত ওয়ারী উন্নয়ন কাজ সম্পাদন করতে হবে।