অনিশ্চিত হয়ে পড়েছে গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের ১১০ শিক্ষার্থীর শিক্ষাজীবন। নিবন্ধন সম্পন্ন না হওয়ায় নভেম্বরে শুরু হওয়া প্রথম প্রফেশনাল পরীক্ষায় বসতে পারছেন না তাঁরা। নিবন্ধন ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজিত ওই সংবাদ সম্মেলনে অভিভাবক প্রতিনিধি মোতাসিম বিল্লাহ বলেন, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে মাত্র ৬০ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মেডিক্যাল কলেজ হাইকোর্টে এক রিট পিটিশন দাখিল করে আরও ৫০ জন অতিরিক্ত ছাত্র-ছাত্রী ভর্তি করার আদেশ পায় এবং মোট ১১০ জন শিক্ষার্থী ভর্তি করে। ভর্তির চার মাস পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আদেশের বিরুদ্ধে আপিল করে। ফলে রিট পিটিশনের আদেশ স্থগিত হয়ে যায়। বিষয়টি এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।
শিক্ষার্থী ফারিয়া নওশিন প্রত্যাশা বলেন, ‘ভর্তির সময় আমাদের কিছু বলা হয়নি। গত আগস্ট মাসে আমরা জানতে পারি, আমাদের নিবন্ধন হয়নি। এটা আমাদের কর্তৃপক্ষ এত দিন জানায়নি।’
আরেক শিক্ষার্থী জাকিয়া তাসনিম তিথি বলেন, ‘আমাদের এখন আর কোথাও যাওয়ার উপায় নেই। আগামী ১৬ জানুয়ারি পরবর্তী শুনানি, তখন রায় পক্ষে না থাকলে আমাদের আর শিক্ষার্থী পরিচয়ই থাকবে না।’