দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বহিরাগত প্রবেশ সীমিতকরণ, অবাধ যান চলাচল নিয়ন্ত্রণ এবং শব্দ দূষণ মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও পদযাত্রা করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানবন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা।
‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘শব্দ দূষণ বন্ধ করো’, ‘ক্যাম্পাস এলাকায় মাদক সেবন চলবে না’, ‘বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ কর’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যটন কেন্দ্র নয় ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন তারা।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করা সম্ভব নয়, তবে বহিরাগত সীমিতকরণ সম্ভব। বিভিন্ন দিবসে ক্যাম্পাসে বহিরাগতদের যাতায়াত বেড়ে যায়। নিজেদের বহিরাগত মনে হয়। কিছুদিন আগে ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে হয়রানি করে এক মাদকাসক্ত। ক্যাম্পাসে অনেক ভবঘুরে দেখা যায়, যারা শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসকে অনিরাপদ করে রেখেছে। আমাদের দাবি একটাই, পরিবেশবান্ধব ক্যাম্পাস চাই।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রানা বলেন, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার হয় কিন্তু প্রশাসন সান্ত্বনা ছাড়া কিছুই দিতে পারে না। সেদিন এক পাগল এক আপুর রিকশায় উঠে গেছে। এভাবে তো চলতে দেয়া যায় না। প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।