কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিয়ম না মেনে টেন্ডার ছাড়াই কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের বিশালাকৃতির চারটি জীবন্ত গাছ বিক্রির অভিযোগ উঠেছে। কলেজটির অধ্যক্ষ আব্দুল বাকী খন্দকার নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানের চারটি জীবন্ত গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার ইউক্যালিপটাস, পাইকড় ও শিমুলসহ মোট চারটি গাছ কাটা হয়।
স্থানীয়রা বলছেন, এর মধ্যে একটি গাছ বিক্রি করেছেন অধ্যক্ষ। বাকি তিনটি গাছ বিক্রির জন্য স্তুপ করে রাখা হয়েছে। গাছ চারটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এদিকে টেন্ডার ছাড়াই কলেজ মাঠে ছায়া দেয়া জীবন্ত চারটি গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, কলেজ মাঠের চারদিকে সারিবদ্ধভাবে থাকা এসব গাছ প্রতিষ্ঠানটির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ছায়া দিতো। কিন্তু অধ্যক্ষ সেগুলো কেটে ফেলেছেন। ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানটির সৌন্দর্য নষ্ট হয়েছে, তেমনি প্রখর রৌদ্রে শিক্ষার্থীদের দাঁড়ানোর জায়গা থাকবে না।
তবে কাশিপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল বাকী খন্দকার দৈনিক শিক্ষাডটকমের কাছে দাবি করেন, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের চারটি গাছ কাটা হয়েছে। একটি গাছ বিক্রি করে শ্রমিকদের মজুরি দেয়া হয় এবং বাকি তিনটি গাছ প্রতিষ্ঠানের কাজে লাগানো হবে।
তবে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে গাছ কেটে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।