দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন আরো ৭২ প্রার্থী। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে বিভিন্ন সাধারণ ধারার স্কুল ও মাদরাসায় তাদের ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ সুপারিশ করা হয়েছে।
সোমবার রাত পৌনে আটটায় তাদের সুপারিশ পত্র প্রকাশ করা হয়েছে। এনটিআরসিএর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত জুনে প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুসারে ১৬৯ জন প্রার্থী সেসিপে চাহিদায় বিভিন্ন সাধারণ ধারার স্কুল ও মাদরাসায় তাদের ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্য থেকে যোগদানে আগ্রহী ৭২ জনকে চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হলো। এ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে গত ৫ ডিসেম্বর এনটিআরসিএকে অনুমতি দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়।
এনটিআরসিএর কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নির্বাচিত হলেও প্রার্থীদের অনেকে ভি-রোল ফরম পাঠাননি। অনেকে ভি-রোল ফরম জমা দিলেও নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাইয়ের জন্য সনদ জমা দেননি। যোগাদানে আগ্রহী ৭২ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হলো।
জানা গেছে, সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের এসএমএসের মাধ্যমে নিয়োগ সুপারিশের বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত লিংকে প্রবেশ (http://103.230.104.210:8088/ntrca/c5/app/login.php?type=19)
করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা সুপারিশ পত্র ডাউনলোড করতে পারবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।