সর্বশেষ এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারির আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তারা যোগদান করেছিলেন নীতিমালা জারির পর। বিভিন্ন স্কুল-কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটররা তাই এমপিওভুক্ত হতে পারছিলেন না। পদের নাম ও যোগ্যতা পরিবর্তন হওয়ায় এ জটিলতা সৃষ্টি হচ্ছিলো। অবশেষে সে প্রতিবন্ধকতা কাটছে। তাদের এমপিওভুক্ত করার সুপারিশ করেছে এমপিও পুনর্বিবেচনা কমিটি।
গত ২৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক সভায় এই সুপারিশের সিদ্ধান্ত হয়। আর সেই সুপারিশ বাস্তবায়নের বিষয়টি গত ৫ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়।
২০২১ খ্রিষ্টাব্দের ২৮ মার্চ স্কুল-কলেজের সর্বশেষ এমপিও নীতিমালা জারি করা হয়। কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তার আগেই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ পাওয়া এ পদের কর্মচারীরা যোগদান করার আগেই নতুন এমপিও নীতিমালা জারি হয়ে যায়। তাই ওইসব কর্মচারীরা এমপিওভুক্ত হতে পারছিলেন না।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২২ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসের এমপিও কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছিলো। পরে এমপিও কমিটির সভার সিদ্ধান্তের আলোকে আটকেপড়াদের এমপিওভুক্তির বিষয়ে নির্দেশনার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত এমপিও পুনর্বিবেচনা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
গত ৫ ফেব্রুয়ারি ওই সভার সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সে চিঠির কপি দৈনিক আমাদের বার্তার হাতে এসেছে। এতে বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ জারির আগে নিয়োগ বিজ্ঞপ্তি ও নীতিমালা জারির পরে যোগদানকৃত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে বিধি মোতাবেক নিয়োগ থাকলে এমপিও হবে বলে সুপারিশ করা হলো।
সভার পর্যালোচনার বরাতে বলা হয়েছে, স্কুল-কলেজের এমপিও নীতিমালায় উল্লেখ আছে, নীতিমালা জারির আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে সময়ে সময়ে জারিকৃত এমপিও নীতিমালা, পরিপত্র, আদেশ ও জনবল কাঠামো অনুযায়ী ইতঃপূর্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ অব্যাহত থাকবে। নীতিমালা জারি হওয়ার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে, তাই নিয়োগ প্রক্রিয়া বিধি মোতাবেক সম্পন্ন হয়ে থাকলে এমপিওভুক্তির বিষয়ে সবাই একমত পোষণ করেন।