নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৮৫ দশমিক ৯২ শতাংশ। ২০২২ খ্রিষ্টাব্দের এ পরীক্ষায় সারাদেশে মোট ২৬ হাজার ২৭৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। নূরানী বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাচ্ছে।
আজ সোমবার ফলাফল প্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে এ বছর সারাদেশের টপটেনে ৯৯ জন ছাত্রছাত্রী জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন বোর্ডের পরিচালক ইসমাইল বেলায়েত হুসাইন। তিনি আরও জানান, আরবি-তরিকে তালিমের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ মোট ছয়টি বিষয়ে সারাদেশে ৪১৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ডের মহাপরিচালক মদীনা প্রবাসী মাসীছল্লাহ মাদানী। তিনি বলেন, অবহেলিত জনগোষ্ঠীর জন্য কুরআন শিক্ষাকে সহজ করতে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। সারাদেশে নিজস্ব সিলেবাসে বাংলা, ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কুরআনের খেদমতে শায়খুল কুরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে কালীমুল্লাহ জামিল হুসাইন বলেন, আমাদের শিশু-কিশোরদের মাঝে আদব, আখলাক ও সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন। আগামী প্রজন্মকে কুরআনিক সোসাইটি হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষিত, শান্তিপ্রিয়, দেশপ্রেমিক, নিবেদিতপ্রাণ জনবল তৈরি করছে নূরানী বোর্ড।বোর্ড পরিচালক ইসমাইল বেলায়েত বলেন, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে কুরআনের মক্তব প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি। এসময় তিনি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান।