ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নূরুল হকের কবিতার বই ‘প্রেমের পুষ্পাঞ্জলি’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। মেঘদূত, স্টল নং: ২৮৪। এছাড়া রকমারি ডট কম-এ । মূল্য: ২০০ টাকা। শুধুমাত্র বইমেলার ২০ শতাংশ ছাড়।
নূরুল হকের পুরো নাম মোহাম্মদ নূরুল হক। জন্ম৩০ সেপ্টেম্বর ১৯৭৩ খ্রিস্টাব্দ, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলাধীন সাতুর গ্রামে। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সনে এস.এস.সি ও আনন্দ মোহন কলেজ থেকে ১৯৯১ সনে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সনে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও ১৯৯৫ খ্রিষ্টাব্দে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং পেশা ছেড়ে তিনি শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে, ঢাকায় শিক্ষকতা শুরু করেন।
পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা হিসেবে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও কৰি নজরুল সরকারি কলেজে অধ্যাপনা করেন। বর্তমানে তিনি ইডেন মহিলা কলেজে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। নূরুল হক বন্ধুমহলে টি-টুয়েন্টি সিরিজের কবি হিসেবে পরিচিত। তিনি মূলত সমসাময়িক ভালোবাসার বিভিন্ন দিক নিয়ে লেখালেখি করেন।
‘প্রেমের পুষ্পাঞ্জলি’ তার প্রথম কাব্যগ্রস্থ যার নামকরণ করেন কবি কাজী শাহজাহান।
প্রচ্ছদ করেছেন হোসেন মাহমুদ আরিফ।