বগুড়ার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। ছয়টি ব্যাচে চলতি ২০২৩-২৪ অর্থবছরে আইসিটি বিষয়ের প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা। এ কোর্সগুলোতে অংশ নিতে শিক্ষকরা আগামী ৩০ মে পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। গতকাল বুধবার নেকটার থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, ৮ জুলাই থেকে ৬ আগস্ট ৪২ তম ব্যাচে, ১২ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ৪৩ তম ব্যাচে, ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ৪৪ তম ব্যাচে, ২১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ৪৫ তম ব্যাচের, ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর এবং ৩০ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি মেয়াদে এ ছয় ব্যাচের প্রশিক্ষণের আয়োজন করা হবে। ৩০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষকরা।
নেকটার বলছে, শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে প্যানেল তৈরি করে ধারাবাহিকভাবে প্রশিক্ষণার্থীদের স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। ইতোমধ্যে যারা নেকটার থেকে ৩০ দিনের আইসিটি কোর্স করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনকারী শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতির সুপারিশ নিয়ে আবেদন করতে হবে। তবে গর্ভবতী নারী, হৃদরোগ, ডায়বেটিস ও কিডনি জটিলতায় আক্রান্ত শিক্ষক ও ৫২ বছরের বেশি বয়সী শিক্ষকদের আবেদন করতে নিষেধ করা হয়েছে।
জানা গেছে, নেকটারের ওয়েবসাইটে (www.nactar.gov.bd বা www.nactar.org) প্রদর্শীত লিংকের মাধ্যমে শিক্ষকদের এ প্রশিক্ষণে অংশ নেয়ার আবেদন করতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।