নেদারল্যান্ডসের মিনার্ভা স্কলারশিপ - দৈনিকশিক্ষা

নেদারল্যান্ডসের মিনার্ভা স্কলারশিপ

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |
জীবন ধারণ ও শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বের তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ড। নেদ্যারল্যান্ডকে উচ্চশিক্ষার সেরা ডেস্টিনেশন হিসেবে ধরা যেতে পারে। নেদারল্যান্ডস বিশ্বের ১৮তম বৃহত্তম অর্থনীতির দেশ। ফিলিপস, হেইনকেন, কেএলএম, শেল, আইএনজি, ইউনিলিভারসহ বিশ্বের বেশ কিছু বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান নেদারল্যান্ডসের। কৃষি, পানি ব্যবস্থাপনা, শিল্প, সরবরাহ ব্যবস্থপনা, টেকসই শক্তিসহ অনেক ক্ষেত্রে নেদারল্যান্ডস বিশ্বসেরা।

 

 
বিদেশে পড়াশোনা করার জন্য অনেক শিক্ষার্থীর অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। দেশটি ইউরোপের প্রায় সবগুলো দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন। 
 
উচ্চশিক্ষার জন্য যারা ইউরোপে পড়তে যেতে চান, তাদের জন্য অন্যতম গন্তব্য হতে পারে নেদারল্যান্ড। দেশটি বেশ কয়েকটি বৃত্তি দেয়। এর একটি ‘মিনার্ভা স্কলারশিপ ফান্ড’। মিনার্ভা স্কলারশিপ ফান্ড ফাউন্ডেশন বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও গবেষণা প্রকল্পের জন্য স্কলারশিপ দেয়। এটি একটি দাতব্য সংস্থা। নেদারল্যান্ডসে সরকারের অর্থায়িত একটি প্রোগ্রাম। এখন আবেদন চলছে। ইন্টার্নশিপ, স্টাডি ও রিসার্চে দেয়া হয় এ বৃত্তি।
 
আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে বিনা মূল্যে পড়াশোনা করতে পারবেন। নেদারল্যান্ডের পাবলিক রিসার্চভিত্তিক প্রতিষ্ঠান লাইডেন বিশ্ববিদ্যালয় এ মিনার্ভা স্কলারশিপ দেয়। এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পান। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
 
লাইডেন বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডসের লাইডেন শহরে অবস্থিত প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয়। এটি ১৫৭৫ খ্রিষ্টাব্দে অরেঞ্জির রাজপুত্র উইলিয়ামের হাতে প্রতিষ্ঠিত হয়। হল্যান্ডের রাজবংশের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির এখনো অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রানি জুলিয়ানা ও বিয়েট্রিক্স এবং যুবরাজ উইলেম-আলেক্সান্ডার এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ২০০৫ খ্রিষ্টাব্দে রানি বিয়েট্রিক্স এখান থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন।
 
যেসব সুযোগ-সুবিধা
• টিউশন ফি মওকুফ
• মাসে ৯০০ থেকে ২ হাজার ইউরো পর্যন্ত ভাতা প্রদান করা হয়
• গবেষণা খরচ
• যাতায়াতের বিমানভাড়ার খরচ
• আবাসন খরচ
 
আবেদনের বিষয়বস্তু
প্রথমে লাইডেন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ভর্তি হতে হবে। প্রকল্পগুলো ইন্টার্নশিপ, অধ্যয়ন বা গবেষণাভিত্তিক হতে হবে। প্রকল্প শেষ হওয়ার পর শিক্ষার্থীকে অবশ্যই তিন মাসের মধ্যে প্রকল্পের প্রতিবেদন ছবিসহ জমা দিতে হবে। 
 
আবেদনের বিষয়সমূহ
• প্রত্নতত্ত্ব
• মানবিক
• মেডিসিন/এলইউএমসি
• গভর্ন্যান্স ও গ্লোবাল অ্যাফেয়ার্স
• আইন
• সামাজিক ও আচরণমূলক বিজ্ঞান
• বিজ্ঞান। 
 
নির্বাচন প্রক্রিয়া
 
বৃত্তিটির জন্য বিশ্ববিদ্যালয়টির বরাদ্দ কমিটি নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে আবেদন মূল্যায়ন করবেন। মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন গবেষণার প্রাসঙ্গিকতা এবং একাডেমিক দক্ষতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আবেদনের সময়সীমার এক মাস পরেই নির্বাচিত প্রার্থীদের অবহিত করা হবে।
আবেদনের প্রক্রিয়া
 
অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.universiteitleiden.nl/en/scholarships/sea/minerva-scholarship-fund 
 
আবেদনের শেষ তারিখ
 
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

 

ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0046429634094238